Terms and Condition

ব্যবহারের শর্তাবলী

১. পণ্যের ধরন ও ডেলিভারি

আমাদের পণ্যসমূহ ১০০% ডিজিটাল এবং ইমেইল অথবা ওয়েবসাইট থেকে অটো ডেলিভারি ভিত্তিক। অর্ডার করার পর আপনার ইমেইলে বা অর্ডার ড্যাশবোর্ডে ডাউনলোড লিংক চলে আসবে।

২. রিফান্ড নীতিমালা

যেকোনো ডিজিটাল প্রোডাক্ট যদি ৫০% বা তার বেশি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল টিম যাচাই-বাছাই করে আংশিক বা সম্পূর্ণ রিফান্ড প্রযোজ্য হবে।

⚠️ রিফান্ড কেবল তখনই প্রযোজ্য, যখন আপনি আমাদের সম্পূর্ণ নির্দেশনা মেনে প্রোডাক্টটি সঠিকভাবে ব্যবহার করার পরও কাঙ্ক্ষিত ফলাফল না পান।

৩. নিষিদ্ধ ব্যবহার

pixeldady থেকে প্রাপ্ত কোনো সফটওয়্যার, কোর্স, পুনরায় বিক্রয়, শেয়ার অথবা পাবলিকলি আপলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রকার অবৈধ, ক্ষতিকারক বা কপিরাইট লঙ্ঘনমূলক কাজে এই পণ্যসমূহ ব্যবহার করা যাবে না।

৪. সাপোর্ট ও যোগাযোগ

আমাদের সাপোর্ট 24 Hours পর্যন্ত।
Email: support@pixeldady.com

অনুগ্রহ করে মেসেজ দিয়ে অপেক্ষা করুন। আমরা প্রতিটি মেসেজ পর্যায়ক্রমে দেখি।
দয়া করে তারাহুড়া না করে কিছুটা সময় দিন। নিশ্চিন্ত থাকুন, আপনার সমস্যার সমাধান অবশ্যই দেওয়া হবে।

৫. গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়। Checkout-এর সময় প্রদত্ত তথ্য কেবলমাত্র অর্ডার ডেলিভারির উদ্দেশ্যেই ব্যবহার করা হয় এবং কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।

৬. পরিবর্তনের অধিকার

pixeldady প্রয়োজনে যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।

Home
Shop
Search